ট্যারা (বিশেষণ)
যার চোখের তারা ট্যারা থাকে
স্বচ্ছতা (বিশেষ্য)
স্বচ্ছ হওয়ার অবস্হা
ফর্দ (বিশেষ্য)
কোনো বিষয়ের প্রধান প্রধান কথার কথার ক্রমানুসারে দেওয়া সূচী
গড়াগড়ি (বিশেষ্য)
লুটোপুটি খাওয়া অথবা তার ভাব
পূর্ণিমা (বিশেষ্য)
চান্দ্র মাসের শুক্ল পক্ষের অন্তিম তিথি,যাতে চাঁদ ষোলো কলায় পূর্ণ হয়ে বা সম্পূর্ণ হয়ে দেখা দেয়
পারদ (বিশেষ্য)
এক প্রকারের সাদা, খুব ভারী এবং চকচকে ধাতু যা সাধারণতঃ তরল রূপে থাকে
ইঁদুর (বিশেষ্য)
এক প্রকারের ছোটো পশু যা বাড়ি, ক্ষেত বা বিলে থাকে এবং খাদ্য হিসেবে অন্ন ভোজন করে
শিয়াল (বিশেষ্য)
কুকুরের মতো একটি জংলী প্রাণী
কাহিনী (বিশেষ্য)
মন থেকে উদ্ভুত বা কোনো বাস্তব ঘটনার ভিত্তিতে তৈরী করা মৌখিক বা লিখিত বিবরণ যার প্রধান উদ্দেশ্য হল পাঠকদের মনোরঞ্জন করা,তাদের কোনো শিক্ষা দেওয়া বা কোনো অবস্হার সাথে পরিচিত করানো
বৌদ্ধ মঠ (বিশেষ্য)
বৌদ্ধ ভিক্ষুকদের থাকার জায়গা